শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

তিন বছরে অর্ধেকে নেমে গেছে ভারতের বার্ষিক প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : তিন বছরে ক্রমাগত হারে কমতে কমতে অর্ধেকে নেমে গেছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি। তিন বছর আগেও ২০১৬ সালে অর্থনৈতিক সূচকে দেশটির বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৯%। কিন্তু ২০১৯ সালের বার্ষিক অর্থনৈতিক সূচকের হিসাবে দেখা গেছে, তাদের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪.৫%। খবর দ্য ইন্ডিয়া টুডে’র।

২০১৩ সালের পর এই প্রথম ভারতের জিডিপি হার এত নিচে নেমে এসেছে। গত বছরও দেশটির জিডিপি হার ৭% ছিল। ফলস্বরূপ তাদের উৎপাদন খাতও গত এক বছরে বেশ সংকুচিত হয়ে গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে এসেই ভারতের জিডিপি প্রবৃদ্ধির হারে রেকর্ড পরিমাণ হ্রাস ঘটেছে। অথচ, ৫ বছর আগে ক্ষমতায় বসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতের অর্থনীতিকে তিনি একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং সারাদেশে প্রতি বছর লাখ খানেক করে নতুন কর্মসংস্থান তৈরি করবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com