শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : এসএ গেমসে স্বর্ণ পদকজীয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার জানান, প্রধানমন্ত্রী দুপুরে দুই ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং স্বর্ণপদক জয় করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনা বলেছেন, নেপাল থেকে ফিরে আসার পর স্বর্ণ পদকজয়ী দু’দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের গণভবনে আমন্ত্রণ জানাবেন।
এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলে এসএ গেমসে বাংলাদেশের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।
নগরকন্ঠ.কম/এআর