বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন তরুণ উদীয়মান ফুটবলার আনসু ফাতি। এবার চ্যাম্পিয়নস লিগেও সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছে গিনি বিসাউয়ের এই বিস্ময় বালক।
এই রেকর্ডটি ছিলো ঘানাইয়ান স্ট্রাইকার পিটার ওফোরি কায়ের। ১৯৯৭-৯৮ মৌসুমে অলিম্পিয়াকোসের হয়ে রোসেনবার্গের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৭ বছর ১৯৫ দিন। গতকাল গোলের দিন ফাতির বয়স ছিল ১৭ বছর ৪০ দিন।
মঙ্গলবার রাতে সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে এই কৃতিত্ব দেখান ফাতি। ম্যাচে তার গোলে শেষ মুহূর্তে জয় নিয়েই ফিরেছে লিওনেল মেসিহীন বার্সেলোনা। ম্যাচের ৮৫ মিনিটে কার্লেস পেরেজের বদলি নেমে ১ মিনিটের মাথায় গোল করেন ১৭ বছর বয়সী উইঙ্গার আনসুমান ফাতি। এর আগ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিলো। ফাতির গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইন্টার।
এই মৌসুমেই মাত্র ১৬ বছর ২৯৮ দিনে বার্সেলোনায় অভিষেক হয় ফাতির। যা বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফুটবলারের অভিষেক। এর মাত্র ছয়দিন পর ওসাসুনার বিপক্ষে লা লিগায় গোল করে ক্লাবটির ইতিহাসে লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হন এই উঠতি তারকা।
নগরকন্ঠ.কম/এআর