বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ যুগান্তরকে বলেন, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন গভর্নর থাকার সময় আমরা অনৈতিকভাবে ঋণ নেয়ার দায়ে অনেক পরিচালককে একসঙ্গে অপসারণ করেছিলাম। এখনও পরিচালকদের ঋণ নিয়ে অনিয়ম হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক এখন কেন পারবে না ওই ধরনের ব্যবস্থা নিতে। ব্যাংকিং খাতে নানা অনিয়মের বিষয়ে পরিদর্শন এখন সে অর্থে বন্ধ রয়েছে। এটা ভালোভাবে শুরু করতে হবে। যেসব পরিচালক অনৈতিকভাবে ঋণ নিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অন্য ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ নেবে একজন পরিচালক, তার একটা সীমা থাকা দরকার।
তিনি আরও বলেন, যদি কোনো পরিচালক বেশি মাত্রায় ঋণ নিতে চান, তাহলে তিনি ব্যাংকের পরিচালক পদ ছেড়ে দিয়ে নিতে পারেন- এই ধরনের বিধান করা উচিত। তা না হলে ব্যাংকে থাকা আমানতকারীদের টাকা বড় ধরনের হুমকিতে পড়বে। অতীতে বিভিন্ন ব্যাংক এ ধরনের হুমকির মধ্যে পড়েছে।
নগরকন্ঠ.কম/এআর