বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

শয়তানের আগেই বাঁধা পড়েছি আমরা: শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক , নগরকন্ঠ.কম : স্পষ্টভাষী হিসেবে পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের খ্যাতি বিশ্বজোড়া। উদ্ভূত করোনা সংকটকালেও একের পর এক বিষোদগার করে যাচ্ছেন তিনি। এবার রসিকতার ছলে বললেন, শয়তানের আগেই ঘরবন্দি আমরা।

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। কয়েক দিন পরই শুরু হচ্ছে মুসলিম উম্মাহর নাজাত, মাগফিরাত, রহমতের মাস। ইসলামের বিধান অনুযায়ী, এ সময় শয়তানকে আটকে বা বেঁধে রাখা হয়। ফলে কুকর্মে কাউকে প্রলুব্ধ করতে পারে না সে।

সেই বিষয়টি নিয়েই রসিকতা করলেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিছক মজার ছলে তিনি বলেন, এটিই প্রথম রমজান হতে যাচ্ছে, যেখানে শয়তানের আগেই বাঁধা পড়ে গেছি আমরা।

এর আগে করোনা মোকাবেলায় অর্থ সংগ্রহে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব রাখেন শোয়েব। এ নিয়ে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। পথিমধ্যে লকডাউন ভেঙে করাচির রাস্তায় সাইকেল নিয়ে ঘোরাফেরা করায় সমালোচিত হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com