শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

রাজশাহীর বাজারে লিচু বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নির্দিষ্ট সময়ের আগেই রাজশাহীর বাজারে লিচু বিক্রি শুরু হয়েছে। তবে বাজারের এসব লিচু এখনও সেভাবে পরিপক্কতা পায়নি।

অনেকটা টক এই লিচুর দাম বেশ চড়া। প্রতি ১০০টি লিচুর দাম হাঁকা হচ্ছে ৩০০ টাকা। লিচুগুলো দেশি গুটি জাতের। সাধ্যের বাইরে হওয়ায় সাধ থাকলেও আগাম লিচু কিনতে পারছেন না মহানগরীর সাধারণ মানুষ।

মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজারে লিচু বিক্রি করতে দেখা যায়। এই এলাকার ন্যাশনাল ব্যাংকের পাশে বাহারি এ ফলের পসরা সাজিয়ে বসেন মৌসুমী ফল ব্যবসায়ী কালু মিয়া।

মহানগরীর উপশহর এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, মেয়ের বায়নার কারণে লিচু কিনছেন। ১০০টি লিচু কেনার ইচ্ছে ছিল। কিন্তু দাম বেশি। তাই ৫০টি কিনেছেন।

তবে লিচু এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি। স্বাদও তেমন নয়। কেবল বাড়তি মুনাফার আশায় ব্যবসায়ীরা গাছ থেকে লিচু ভাঙছেন বলে মনে করেন তিনি।

লিচু ব্যবসায়ী কালু মিয়া জানান, বাজারে পুরোদমে লিচু আসা শুরু হয়নি। এ কারণে দাম একটু বেশি। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রচুর লিচু বাজারে আসবে। তখন দাম কমতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহী জেলায় ৪৯৮ হেক্টর জমিতে লিচুর চাষাবাদ হয়েছে। গত বছর ৪৯০ হেক্টর জমিতে ও ২০১৮ সালে ৪৮০ হেক্টর জমিতে চাষ হয়। ধারণা করা হচ্ছে, প্রতি হেক্টর জমিতে সাড়ে ৫ টন লিচু উৎপাদন হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শামছুল হক বলেন, এ বছর লিচুর ফলন ভালো হবে। কারণ গাছে হালকা লিচু রয়েছে। গাছে পরিমাণে কম লিচু থাকলে ওজন ও আকারে বড় হয়। এর ফলে চাষিরা লাভবান হবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com