শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২১ অপরাহ্ন

‘দীর্ঘ বিরতিও ধোনির খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি’

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কি? করোনার ভয়াল প্রভাবে সেই উত্তরে ‘না’ ছাড়া অন্য কোনো উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। এদিকে ক্রিকেট থেকে বছরখানেকের মতো দূরে ধোনি। ফিটনেস ধরে রেখে নিজেকে প্রমাণ করতে পারবেন কি আবার? সে প্রশ্নও উঠে আসছে। তবে দীর্ঘ বিরতিও ক্রিকেটার ধোনির খেলায় কোনো প্রকার মরিচা ধরাতে পারে না বলে জানিয়েছেন ভারতীয় লেগ স্পিনার পীযুষ চাওলা।

সর্বশেষ ২০১৯ সালের ৯ জুলাই ক্রিকেট মাঠে দেখা গেছে ধোনিকে। পরবর্তীতে আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা ছিল ধোনির। আর সে লক্ষ্যে ক্রিকেট থেকে আট মাসের বিরতি শেষে মার্চে চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে অনুশীলন করতে দেখা যায় ধোনিকে। আর সেই অনুশীলনে ধোনিকে দেখে পীযুষ চাওলার মনেই হয়নি, লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন ধোনি। আজ (বৃহস্পতিবার) সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান এই লেগস্পিনার।

পীযুষ চাওলা বলেন, ‘সত্য বলতে, যখন কেউ লম্বা সময় পরে ক্রিকেটে ফেরে, তাঁর খেলা কেমন যেন বিবর্ণ দেখায়। কিন্তু মাহি ভাইয়ের ক্ষেত্রে সেটি একবারও মনে হয়নি। আমি নিশ্চিত ক্রিকেট থেকে তিনি যখন দূরে ছিলেন, রাঁচিতে (ধোনির বাড়ি) তিনি কিছু না কিছু করেছিলেন।’

লম্বা বিরতিও ধোনির ব্যাটিংয়ে কোনো প্রকার মরিচা ফেলতে পারেনি জানিয়ে চাওলা আরও যোগ করেন, ‘তিনি চেন্নাইয়ের ক্যাম্পে যখন আসেন তখন বোলার বেশি ছিল। ব্যাটসম্যান বলতে মাহি ভাই, রায়না ও রাইডুরা ছিলেন। সেদিন ব্যাট হাতে নেমে প্রথম ৫-৬ বল কেবল দেখেশুনে খেলেছেন তিনি। আর এরপরই বড় শট খেলতে শুরু করেন তিনি।’

এমনকি সেদিন দীর্ঘ সময় অনুশীলন করেছিলেন ধোনি সেটি জানিয়ে পীযুষ চাওলা আরও যোগ করেন, ‘সেদিন মাহি ভাই প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ব্যাটিং অনুশীলন করে গেছিলেন। তাও একটানা। আমি ভুল না করলে সেদিন প্রতিজন ব্যাটসম্যানই ২০০-২৫০ বল খেলেছেন।’

বয়স ৩৮ হলেও ধোনি এখনও থামবেন বলে কোনো ঘোষণা দেননি। সাবেক এই অধিনায়কের শৈশবের কোচ কেশব ব্যানার্জী জানিয়েছেন, ধোনি সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে তবেই থামবেন। তবে শেষ পর্যন্ত উত্তরটা কেবল ধোনিরই জানা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com