শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

ডিএসইতে ওষুধ-রসায়নখাতের সবচেয়ে বেশি লেনদেন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৩ সেপ্টেম্বর) লেনদেন ১ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ওষুধ ও রসায়নখাতের কোম্পানিগুলো লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। মোট লেনদেনে এ খাতের অংশগ্রহণ ছিল ১৬ দশমিক ৬৫ শতাংশ।

ডিএসইর লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসইর লেনদেন বাড়ায় ব্যাংকিংখাতের কোম্পানিগুলোর ভূমিকাও ছিল বেশ। মোট লেনদেনে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অংশগ্রহণ ছিল ১৪ দশমিক ১৭ শতাংশ। এরপরই ছিল প্রকৌশলখাতের অবস্থান। এদিন লেনদেনের ১১ দশমিক ৯১ শতাংশ প্রকৌশলখাতের দখলে ছিল।

ডিএসইতে রোববার লেনদেনে অন্য যেসব খাতের কোম্পানির ভূমিকা ছিল সেগুলোর মধ্যে বস্ত্রখাতের ৮ দশমিক ৯৬ শতাংশ, বিমাখাতের ৭ দশমিক ৭৮ শতাংশ, জ্বালানিখাতের ৭ দশমিক ৩৩ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিকখাতের ৭ দশমিক ১৪ শতাংশ, বিবিধখাতের ৫ দশমিক ৬৮ শতাংশ।

এছাড়া ৫ শতাংশের নিচে যেসব খাতের অংশগ্রহণ ছিল সেগুলো হচ্ছে- খাদ্য ও আনুষঙ্গিক, আইটি, কাগজ ও প্রকাশনা, সিরামিক, সেবা-আবাসন, মিউচ্যুয়াল ফান্ড, সিমেন্ট, টেলিযোগাযোগ, চামড়া, ভ্রমণ ও অবকাশ, পাট এবং কাগজ-প্রকাশনা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com