বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:৩৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : এক বছরেরও বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। খুলনার হয়ে মাঠে নামবেন সাকিব।
জুয়াড়ির তথ্য গোপন করায়, ইন্টরন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছর নিষিদ্ধ ছিলেন সাকিব। গেল ২৯ অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হয়। ফলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ড্রাফটে নাম উঠে সাকিবের। সেখান থেকে সাকিবকে দলে ভেড়ায় খুলনা।
সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবার পর বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ ছিলো না। ফলে ক্রিকেট মাঠে ফেরার জন্য আরও কিছুদিন তাকে অপেক্ষা করতে হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর