মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন
বিশ্ব ফুটবলের কিংবদনন্তী ডিয়েগো ম্যারাডোনা পৃথিবীর কোটি ভক্তকে ছেড়ে চলে গেছেন পরপারে। শুধু খেলা নয়, রাজনীতি, আচরণ, নানা ঘটনায় ম্যারাডোনা মনযোগ কেড়েছেন পৃথিবীর সব অংশের মানুষের। ডিজিটাল যুগের আগেই তিনি পৃথিবীর দূরতম জায়গায়ও নিজেকে চিনিয়েছেন তার প্রতিভা দিয়ে। ফুটবলের এ ‘ঈশ্বর’ই এখন টক অব দ্য সামাজিক যোগযোগ মাধ্যম।
যার মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে ফেইসবুকে।
ওই ছবিতে দেখা যায় ম্যারাডোনা একটি ফুটবলের ওপর বসে আছেন। তার সামনে বসা ছোট এক মেয়ে তার বাম পায়ে ছোট এক ফুল গুঁজে দিচ্ছেন। ম্যারাডোনা কৌতূহল ভরে সেদিকে তাকিয়ে আছেন।
এই ছবিটি আসলে ম্যারাডোনার মেয়ে ডালমা ম্যারাডোনার লেখা বইয়ের প্রচ্ছদ। বইটির নাম ‘হিজা দে দিওস’। যার অর্থ ‘ঈশ্বরের কন্যা’। পরে এই নামে একটি মঞ্চ ডকুমেন্টারিও বানিয়েছেন ডালমা।