বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:৩৬ পূর্বাহ্ন
রোববার সকালে গাজী গ্রুপ চট্টগ্রামের অনুশীলন ছিল একাডেমি মাঠে। চোট থাকায় অনুশীলন করেননি মুমিনুল। বিসিবিতে এসেছিলেন ডাক্তার দেখাতে।
দলটির ম্যানেজার শেখ সোহেল রানা জানিয়েছেন, অবস্থা বুঝতে সোমবার অ্যাপোলো হাসপাতালে করা হবে এক্স-রে। তারপরই বোঝা যাবে প্রকৃতচিত্র।
প্রথম দুম্যাচে উড়ন্ত জয় পাওয়া চট্টগ্রামের পরবর্তী খেলা সোমবার দুপুর দেড়টায়। প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। ম্যাচে মুমিনলের খেলা হচ্ছে না সেটি নিশ্চিত।
মুমিনুলকে নিয়ে ঝুঁকিতে যেতে চায় না চট্টগ্রাম। সামনে অনেকগুলো ম্যাচ থাকায় তার জন্য অপেক্ষা করবে দল।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শেষ হতেই বাংলাদেশের ক্রিকেটাররা নেমে পড়বেন আন্তর্জাতিক ক্রিকেটে। তিন সংস্করণে খেলতে জানুয়ারিতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে টেস্ট অধিনায়ক ও দীর্ঘ পরিসরের ক্রিকেটে দলের সেরা ব্যাটসম্যানের চোট চিন্তারই।