বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:৪৪ অপরাহ্ন
স্প্যানিশ ফুটবল লিগের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না জায়ান্ট বার্সেলোনার। গত সপ্তাহে অ্যাতলেটোকো মাদ্রিদের কাছে হেরেছিল কাতালানরা। আগের ছয় ম্যাচে মাত্র একটি ম্যাচে জয় পাওয়া বার্সেলোনা অবশেষে জয়ের মুখ দেখেছে। ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে রোনাল্ড কুমানের শিষ্যরা। দলের হয়ে একটি গোল করেছেন লিওনেল মেসি। আর এই গোলটি তিনি উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত গুরু দিয়েগো ম্যারাডোনাকে। ম্যাচ শুরুর আগে দুই দল ম্যারাডোনার স্মরণে ১ মিনিট নীরবতাও পালন করে।
তবে গোল করার পর তা ম্যারাডোনাকে উৎসর্গ করার সময় বার্সার জার্সি খুলে ওল্ড বয়েজের জার্সি পরে হাত দুটো উপরে তুলে ধরলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যেন ওপারে পাড়ি জমানো গুরুকে খুঁজলেন আকাশে। বার্সার জার্সি খোলায় হলুদ কার্ড দেখতে হয়েছে মেসিকে। তাতে কি, বয়েই গেছে তার! গুরুর প্রতি ভালবাসায় এখানে মূখ্য।