বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:০৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
মোস্তাফিজের আগের সেই ধার আর নেই, এমন কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরে। গত ওয়ানডে বিশ্বকাপে উইকেট পেলেও রান খরচ করেছেন দেদারছে। তারপর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে মার খেয়েছেন। ভারত সফরটা কাটল আরও বাজে। পাকিস্তান সফরেও ভালো করতে পারেননি। বাঁহাতি পেসারের দুর্দশার শুরু হয়েছে মূলত সেই কাঁধের অস্ত্রোপচারের পর থেকেই। কাটারে আগের ধার দেখা যাচ্ছিল না, বোলিংয়ে ছিল না বৈচিত্র্য। ব্যাটারসম্যানরা সহজেই খেলতে পারছিলেন মোস্তাফিজকে। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর সেই মোস্তাফিজকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ বলছিলেন ‘দ্যা ফিজ ফিনিশড’!
করোনাভাইরাসের আগে জিম্বাবুয়ে সিরিজে ভালো বোলিং করেছেন। করোনা বিরতির পর ঘরোয়া ক্রিকেটে আরও ভয়ঙ্কর তরুণ পেসার। গত প্রেসিডেন্ট’স কাপে চার ম্যাচের মধ্যে তিনটিতেই দুর্দান্ত বোলিং করেছিলেন। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দেখে মনে হচ্ছে, এ যেন সেই পুরনো মোস্তাফিজ।