শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

শূন্যতে বিদায় লিটন, টিকতে পারলেন না শান্তও

West Indies cricketers and Bangladesh's cricketers greet each others at the end of the first one-day international (ODI) cricket match between Bangladesh and West Indies at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on January 20, 2021. (Photo by Munir Uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ইনিংস শুরুর প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার লিটন দাসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান জোসেফ। তখনও রানের খাতা খুলতেই পারেননি লিটন। জোসেফের প্রথম বলে ১ রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিয়েছিলেন তামিম। এরপর তিন বল খেলে নিজের চতুর্থ বলে লিটন যখন বিদায় নেন দলের স্কোর তখন ১ রানে ১ উইকেট।

জোসেফের লেগ স্টাম্পে থাকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি লিটন দাস। ফলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু দ্বিধায় থাকা লিটন ও তামিম রিভিউ নেবেন কি নেবেন না- এই সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করছিলেন, ততক্ষণে রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে যায়। ফলে ফিরে আসতে হয় লিটনকে।

লিটনের বিদায়ের পর মাঠে আসেন নাজমুল হাসান শান্ত। দুটি বাউন্ডারিতে ভালোই শুরু করেছিলেন তিনি। কিন্তু অশান্ত হয়ে ওঠার আগেই শান্তের লাগাম টেনে ধরেন কাইল মায়েস। ব্যক্তিগত ২০ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।

শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় দেখেশুনে ব্যাট করছেন তামিম-সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। ওপেনার তামিম ৩৩ বলে ৩০ রান ও সাকিব ২৩ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com