রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:২১ অপরাহ্ন
রোববার স্থানীয় সময় সকালে আবুজা বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আবুজা থেকে উত্তরাঞ্চলীয় রাজ্য মিনায় যাওয়ার পথে ইঞ্জিন অচল হয়ে পড়ার পর বিমান বাহিনীর ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, টুইটারে এমনটাই বলেছেন নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলে ডারামোলা।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ অব এয়ার স্টাফ। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর একাধিক টুইটে নাইজেরিয়ার বিমানবাহিনী জনগণকে শান্ত থাকতে ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে অনুরোধ করেছে।
দুর্ঘটনার কারণ জানা না গেলেও সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার আগে ইঞ্জিন চালু হচ্ছিল না বলে বার্তা দেন পাইলট। এঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান।