বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় জরিমানা

সরকার নির্ধারিত ভাড়ার  চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ১৮টি বাসকে জরিমানা করেছে।
বুধবার সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: সঞ্জীব দাশ। এ সময় নির্ধারিত ভাড়ার  চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১০টি বাসকে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে সকাল থেকে রাজধানীর কলাবাগান ট্রাফিক বক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এ সময় নির্ধারিত ভাড়ার  চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৮টি বাসকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com