বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে অনিবন্ধিত একটি প্রাইভেট হাসপাতালের মালিক ও চিকিৎসকসহ ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিহতের স্বজন বাদি হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
এর আগে, গত রবিবার বিকালে প্রসব বেদনা ওঠায় স্থানীয় আল-হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয় রূপালী বেগমকে। পরে চিকিৎসক নাহার জ্যোতির তত্ত্বাবধানে সিজারে একটি পুত্রসন্তান জন্ম হয়।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থ রূপালিকে রাত ৯ টার দিকে স্বজনদের না জানিয়ে ময়মনসিংহ হাসপালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
হাসপাতাল কর্তৃপক্ষ নিবন্ধনের কোনো কাগজপত্র দেখাতে না পারায় সিভিল সার্জনের নির্দেশে সিলগালা করে দেওয়া হয় হাসপাতালটি।