রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ অপরাহ্ন

ডামুড্যায় ৫০ হাজার বৃক্ষ রোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের জেলা প্রশাসন এর উদ্যোগে পুরো জেলায় ৫০ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দেড় হাজার ফলদ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।

শরীয়কপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের অনন্য উদ্যোগের অংশ হিসেবে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়।

এসময় ডামুড্যা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গাছের চারা বিতরণকালে শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর শরীয়তপুর জেলায় স্মরণীয় করে রাখতে এবং পারিবারিক বনায়ন এবং পরিবেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com