রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ২৮, মালয়েশিয়ায় ২৯ জুন ঈদুল আজহা

বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার দিন ঘোষণা করা হয়েছে। মুলত অঞ্চল ভেদে বিভিন্ন এলাকায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবার প্রেক্ষিতে এই তারিখ ঘোষণা করা হয়েছে।

আগেই জানানো হয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির আকাশে রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করবেন। সে মোতাবেক তারা অনুসন্ধান করেন এবং সিদ্ধান্ত নেন চাঁদ দেখা গিয়েছে তাই ২৮ জুন সেখানে ঈদ উদযাপিত হবে।

গালফ নিউজের খবরে বলা হয়, আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র আরাফাত দিবস এবং সৌদি আরবে ২৮ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাদের ঘোষিত সম্ভাব্য তারিখেই সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

সৌদির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ইয়াওমুল আরাফার মাধ্যমে মূল হজ শুরু হবে ২৭ জুন (মঙ্গলবার)। খবর খালিদ টাইমস ও গলফ নিউজের।

রোববার (১৮ জুন) রাতে হারামাইন শরিফাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১৯ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুয়াযী ৯ জিলহজ (২৭ জুন) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (২৮ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এদিকে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার, মালয়েশিয়া ও ব্রুনেই এই তিন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আজ রোববার (১৮ জুন) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ।

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদ্‌যাপিত হয় ঈদুল আজহা।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

মালয়েশিয়া সরকারও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনেইতেও রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশেও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com