রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ

মন ভালো করে দিতেই আসছে ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। অভিনয় দিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। অথচ এমন অভিনেত্রীর গত ঈদুল ফিতরে মাত্র দুটি নাটক প্রচারিত হওয়ায় ভক্ত-অনুরাগীদের অনেকটাই মন খারাপ ছিল। সেই ভক্ত-অনুরাগীদের মন ভালো করে দিতেই হয়তো এবার কোরবানির ঈদে ইউটিউব চ্যানেলসহ টিভি চ্যানেলে এক ডজন নাটক নিয়ে আসছেন ফারিণ। যেগুলোর নির্মাতাদের আবার প্রত্যেকেই নিজ নিজ কাজ দিয়ে প্রশংসিতও হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ মিফতা আনান ফারিণকে নিয়ে আসছেন ‘ঢাকাইয়া কোরবানি’ নাটকে। বাংলাদেশের প্রায় সব কিছুতেই ‘ঢাকাইয়া’ কথাটির প্রয়োগে এমনিতেই একটা বাড়তি আকর্ষণ আছে। এই বাড়তি আকর্ষণের নতুন রূপ গরুর নাম দেশি-বিদেশি বড় বড় তারকার নাম দেওয়া। কোনোটা ফুটবলার মেসি কোনোটা চিত্রনায়ক শাহরুখ খান, শাকিব খান এরকম। ঢাকায় কোরবানির গরু নিয়ে যে রকম বিবাদ, ঝগড়াঝাটি, তর্কাতর্কি ও প্রদর্শনীমূলক বাহাস হয় এরই আবহে তৈরি হওয়া নাটকটিতে ফারিণের বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। নাটকটি ঈদে ইউটিউব চ্যানেলের সিএমভি প্ল্যাটফর্মে প্রচার পাবে বলে জানিয়েছেন ফারিণ। এ ছাড়া ঈদেই আসছে তার ‘নিকষ’ নামের একটি ওয়েব ফিল্ম। এতে দুই বোনের ব্যতিক্রমী ধারার একটি গল্প উঠে আসবে। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

সময়ের আলোচিত অভিনেত্রী হয়ে ওঠা ‘কারগার’খ্যাত তাসনিয়া আরও কিছু ঈদ বিনোদনমূলক নাটকে উপস্থাপিত হচ্ছেন এবার। নাটকগুলোর আরও উল্লেখযোগ্য নির্মাতা হচ্ছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, রাফাত মজুমদার রিংকু এবং শিহাব শাহীন। মাস কয়েক আগে তাসনিয়ার ‘আরও এক পৃথিবী’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পায় কলকাতায়। বেশ সাড়া ফেলে দেওয়া সেই সিনেমাটির পর ভক্তরা আশা করছিলেন এরপর পূর্ণমাত্রাতেই চলচ্চিত্রে আত্মনিয়োগ করবেন তাসনিয়া ফারিণ। ছবিটিতে প্রত্যাশার পারদ এতটাই চড়েছিল যে, সামনে তাসনিয়ার ক্যারিয়ারে আরও বড় কিছুর হাতছানিও দিচ্ছিল। তাতে আরও নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এমনটিই ছিল প্রত্যাশিত। এটা না হওয়ার কারণ সম্পর্কে এ অভিনেত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম আমি অনেক আগেই। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়াতেই সেগুলোতে কাজ করা হয়নি। আর অতনু ঘোষ যখন তার প্রস্তাবটি নিয়ে আসেন তখন দেখলাম আমি তো এমন একটি চ্যালঞ্জিং চরিত্রের অপেক্ষাতেই ছিলাম। শুধু নিজের চরিত্রটিই না, পুরো গল্পটিই পছন্দ হয়ে যায়। কাজেই এখন আমি যে ধরনের গল্পের নাটকে কাজ করছি, যে ধরনের চরিত্রে কাজ করেছি সিনেমায় সেই একই রকম চরিত্র বা গল্প যদি আবারও আমার কাছে আসে তখন তো সেটা আমি চাইতে পারি না। আমি চাই, ব্যতিক্রম চরিত্রে কাজ করতে। সিনেমাটি যেন ব্যতিক্রম কিছু হয়। এখন আমি এমন কাজের অপেক্ষায় আছিÑ যেটা আমার ক্যারিয়ারের জন্য সেরা কিছু হবে। এমন গল্প বা চরিত্র যদি না হয় তো আমার সেরকম সিনেমায় অভিনয়ের প্রয়োজন নেই। ভালো কাজ হলে সেটার পেছনে দীর্ঘ সময় দিতেও আপত্তি থাকবে না।’ আর সেটারই আভাস দিয়ে রেখেছেন তার কথায়, শিগগিরই একটি হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। এ নিয়ে তার সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা মোটামুটি চূড়ান্তও হয়েছে। এ ব্যাপারে হয়তো কিছুদিনের মধ্যেই ঘোষণা আসতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com