রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

আওয়ামী লীগ চাপের কাছে নতি স্বীকার করেছে : হানিফ

‘সরকার কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে তাকে খুঁজছে’ বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, এসব পাগলের প্রলাপ বকে জনগনের মাঝে অবস্থান তৈরী করা যাবে না। এই সরকারের ভীত অনেক শক্ত। বিএনপির আস্থা জনগন নয়, বিদেশীদের ষড়যন্ত্রই তাদের আস্থা। আওয়ামী লীগের আস্থা জনগন। জনগন যতদিন পক্ষে আছে ততদিন কোন ষড়যন্ত্র করেই এই সরকারকে টলানো যাবে না।

বিদেশীদের চাপ প্রসঙ্গে হানিফ বলেন, কোন চাপের কাছে নতি শিকারের দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ নির্বাচনকে গুরুত্ব দেয়। আর বিএনপি নির্বাচনকে খেলা হিসেবে নেয়, তারা মনোনয়ন বাণিজ্য করে। এজন্য পরাজিত হয়।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com