রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ অপরাহ্ন
কিশোরগঞ্জের হোসেনপুরে ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় নগদ অর্থ ও সরঞ্জাম সহ তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার একই গ্রামের জৈনুদ্দিনের ছেলে জসিম উদ্দিন, মো. চন্দু মিয়ার ছেলে মকবুল হোসেন, আব্দুল হাইয়ের ছেলে মাজহারুল ইসলাম, রহমত আলীর ছেলে কুদরত আলী, অহেদআলীর ছেলে নুরুল হক ও পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার কাউলিকান্দা গ্রামের আব্দুল জব্বারের ছেলে হোসেন আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে জুয়া খেলার নগদ অর্থ ও সরঞ্জামাদি সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিকে, একই দিন বিকেলে আরেক অভিযানে ৮ মাসের সাজা ও ৭ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামী আবু রায়হানকেও গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার হলিমা মৌলভী বাড়ির শামসুর রহমানের ছেলে৷
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।