রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ অপরাহ্ন

ক্ষোভ থেকেই অবসর তামিমের

বিস্ফোরণ ঘটিয়ে তামিম ইকবালের অবসর ঘোষণার পেছনে নানা কারণও আছে বলে জানিয়েছেন তামিম নিজেই। তা নিয়ে বেশি ঘাটা ঘাটি না করার অনুরোধও করেছেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের দিন রাত থেকেই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলেন তামিম। তার আগে পরিবারের সঙ্গে আলোচনাও করেছেন এ ব্যাপারে।

জানা যায় তামিমের এই অবসর সিদ্ধান্তের পেছনে নানা রকম চাপ ছিল। সেই ক্ষোভ থেকেই কঠিন সিদ্ধান্তটি নিতে বাধ্য হন টাইগার ব্যাটসম্যান।

অবসরের সিদ্ধান্ত পাকাপাকিভাবে নিয়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে টিম হোটেল ছাড়েন তামিম। পরিবারের সঙ্গে দেখা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করতে চলে আসেন চট্টগ্রামের জুবলী রোডের একটি হোটেলে। সেখানেই অশ্রু ভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত দেন। সেখান থেকে সরাসরি কাজীর দেউড়িতে পারিবারিক বাসায় চলে যান তামিম।

যেহেতু অবসর নিয়েছেন তাই টিম হোটেলে আর উঠার প্রশ্নই আসে না। আফগানিস্তান সিরিজে তামিমের জায়গায় একদিন আগে ঘোষণা করা সহ-অধিনায়ক লিটন দাস দলকে নেতৃত্ব দেবেন।

জানা যায়, তামিমকে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করানোর চেষ্টা করা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। কিন্তু বিসিবি সফল হয়নি।

তামিম ইকবালের পরিবার ঘনিষ্ঠ এক সূত্র দেশ রূপান্তরকে বলে, ‘এটা তো এখন করবেই। আগে নিজেদের একরকম ইমেজ দেখাবেন এরপর রাগ করে চলে যেতে চাইলে তখন আবার আটকাতে চাইবেন এটা কেমন। তামিমকে দলের কেউই কিন্তু বলেনি যে অবসর নিয়ে নাও। কিন্তু নানা ইস্যুতে এমনভাবে মানসিক চাপ বা বিরক্ত করছিল যে এই সিদ্ধান্ত নিতে তাকে বাধ্য করা হয়েছে। ধরেন এক বাসায় কাউকে কতক্ষণ বিরক্ত করা যায় বেশি বিরক্ত করলে তো আপনি বাসা থেকে বের হয়ে যাবেন।’

এই বিরক্তের ব্যাপারটা শুধু কোচের দিক থেকেই আসছিল কিনা এটা জানতে চাওয়া হলে সূত্র জানায়, ‘শুধু কোচ না। সে তো আছেই। বিসিবির আরও অনেকে আছে না যারা বোর্ড চালায়।’

শেষ কথায় স্পষ্ট বোঝায় যায় প্রথম ওয়ানডের আগে হাথুরুর তামিমের খেলা নিয়ে বিরক্তিই তামিমের মূল ক্ষোভের কারণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com