রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ অপরাহ্ন

এক ঝলকেই ‘ঝড়’, ভাইরাল তামান্নার নাচ

রজনীকান্তের আসন্ন ছবি ‘জেলার’ এর গান কাভাল্লার প্রমো মুক্তি পেতেই ঝড় উঠে গিয়েছে সোশ্যালে। দক্ষিণী বোম্বশেল তামান্না ভাটিয়ার ডান্সস্টেপ ওরফে হুকস্টেপ এখন ভাইরাল। কোঁকড়া চুলের তামান্নার শরীরী বিভঙ্গ থেকে চোখ সরাতেই পারছেন না ফ্যানরা।

আর এসবের মাঝেই এক ফ্যান শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের সঙ্গে সিংক করাল কাভাল্লাকে! তিনি তামান্নার নতুন নামকরণ করেছেন ‘ইন্ডিয়ান শাকিরা’, এই ভিডিও চোখে পড়েছে তামান্নারও।

তিনি ট্যুইট করে বলেছেন, ‘মানতেই হবে, এই সিংক বেশ ভালো।’

তবে তামান্নার ‘কাভাল্লা’র আগে ঘটে যাওয়া বিস্ফোরণের রেশ এখনও কাটেনি অনেকের। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে জুটি বেঁধেছিলেন তামান্না এবং বিজয় ভার্মা। পর্দায় প্রেমে করার জন্য এই প্রথম একত্রিত হয়েছিলেন এই জুটি। কিন্তু তাদের প্রেম পর্দা থেকে গড়িয়েছে বাস্তবেও। তামান্না-বিজয়ের কেমিস্ট্রিতে এখনও বুঁদ দর্শকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com