রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন

তোমাকে ভালোবাসি : সালমানকে শাহরুখ

শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তিন খানই দীর্ঘদিন ধরে বলিউডে রাজত্ব করছেন। এখন অবশ্য তাদের ক্যারিয়ার শেষের দিকে। তবুও তিন খানই হিট ছবি উপহার দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে শাহরুখের পাঠান তো বাজিমাত করেছে। অন্যদিকে সালমান খানের নতুন ছবিও খুব ভালো ব্যবসা করেছেন।

এদিকে নতুন সিনেমা জওয়ানের জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান খান।

ভারতীয় গণমাধ্যম এইসময়ের খবরে জানানো হয়, বুধবার শাহরুখ খানকে শুভেচ্ছা জানান ভাইজান সালমান খান। এমনকি সিনেমার প্রথম টিকিটও বুক করেছেন ভাইজান। বিপরীতে সালমান খানকে ধন্যবাদ জানাতে ভোলেননি বলিউড বাদশাহ।

মঙ্গলবার ছবিটির প্রিভিউ শেয়ার করে সালমান লিখেন, ‘পাঠান জওয়ান হয়ে গেল। অসামান্য ট্রেলার। দারুণ লেগেছে। এখন এই ধরনের সিনেমা আমাদের শুধুমাত্র প্রেক্ষাগৃহে দেখা উচিত। আমি নিশ্চিত এটা প্রথম দিন থেকেই মন কাড়বে। খুব আনন্দ লাগছে।’

সালমান খানের এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে শাহরুখ লিখেন, ‘পেহলে ভাই। এইজন্য তোমাকেই প্রথম দেখিয়েছি। তোমায় শুভেচ্ছা এবং তার থেকেও বড় কথা ইতিমধ্যেই প্রথম টিকিটও বুক করার জন্য ধন্যবাদ। তোমাকে ভালোবাসি।’

আসন্ন ছবিতে শাহরুখ ছাড়াও নয়নতারা এবং বিজয় সেতুপতিও অভিনয় করেছেন এবং নির্মাতাদের প্রশংসাও করেন সালমান খান।

জওয়ান হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি এর আগে ২ জুন প্রিমিয়ার হওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা গৌরব গুপ্তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com