রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ অপরাহ্ন
এই মুহূর্তে হয়তো টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা হলেন রুক্মিণী মৈত্র। হাতে একাধিক সিনেমা। সদ্যই শেষ করেছেন ‘নটী বিনোদিনী’র শুটিং। শেষ করেছেন দেবের সঙ্গে ‘ব্যোমকেশ’ ছবির শুটিংও। অন্য়দিকে, সৃজিতের ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী, সে খবরও এখন সবার জানা।
এরমধ্যেই টলিউডের আরেক সুপারস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে ‘বুমেরাং’ ছবির শুটিং শুরু করে ফেললেন রুক্মিণী। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও।
খবর অনুযায়ী, জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায় চৌধুরী। আর এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।