রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন

অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে ইইউ প্রতিনিধিরা কিছু বলেননি: কাদের

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা করেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তবে তারা অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে কিছু বলেনি।

শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধান ও আইনি কাঠামোর ওপর ভিত্তি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত এবং তারানা হালিম।

ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিকার্ডো চেলারি।

এর আগে প্রতিনিধি দলটি বিএনপির সঙ্গে বৈঠক করেছে। সকাল ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com