বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

প্রযুক্তির মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে জেনেক্স

নারীদের দক্ষতা উন্নয়নে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘‌হার পাওয়ার প্রকল্প’-এ চুক্তিবদ্ধ হয়েছে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। প্রযুক্তি বিষয়ে নারীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও দক্ষতা নিশ্চিত করার জন্য সরকারকে সহযোগিতা করবে জেনেক্স।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হার পাওয়ার প্রকল্প। এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় প্রযুক্তি বিষয়ে নারীদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেয়া হবে। এক্ষেত্রে জেনেক্স কাজ করবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। প্রশিক্ষণ পর্যায়ে জেনেক্সকে সহযোগিতা করবে হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশন ও টাইমস এএসএল কল সেন্টার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com