বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
তামিমক ইকবাল লাইভে এসে দলের মনোবল ভেঙে দিয়েছে বলে দাবি করেছেন জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুক হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে প্রিন্স মাহমুদ বলেন, ‘তুমি জান লাইভে এসে কাঁদলে কী হয়। এবং ভালমতোই জান প্লেয়ার দিয়ে ট্রল করলে টিমের প্লেয়ার এবং পরিবারের উপর কী ভয়ংকর প্রভাব পড়ে। খেলা শুরুর আগেই এদেরকে মানসিকভাবে তুমিই ভেঙে দিয়েছ।’
তিনি বলেন, খেলা শুরুর আগেই এদেরকে মানসিকভাবে তুমিই ভেঙে দিয়েছ। তাঁরা উপরে হাসছে কিন্তু প্রথম থেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া তোমাদের কারোরই আসলে স্পোর্টস ম্যান মেন্টালিটি নাই। আজ বিভিন্ন সভা সমিতিতে গিয়ে যতই বল ‘বাংলাদেশ দলের পাশে থাকুন’ ‘টিমকে সাপোর্ট করুন’। লাভ নাই। যথেষ্ট হয়েছে। এসব কুমিরের কান্না করে আর সহানুভূতি নিও না। তোমার জন্য করুণাই রইল …’’
গত ঈদে প্রিন্স মাহমুদের সুরে প্রিয়তমা চলচ্চিত্রের ঈশ্বর গানটি তুমুল আলোড়িত হয়েছিল।