বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

কোহলির রেকর্ড সেঞ্চুরি স্পর্শ করা ম্যাচে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩২৬ রান

আজ নিজের জন্মদিনে ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। তার রেকর্ড স্পর্শ করা সেঞ্চুরিতে ওয়ানডে বিশ^কাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান করেছে স্বাগতিক ভারত। ১২১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন কোহলি।

কোলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে ভারতকে ৬১ রান এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। ২২ বলে ৪০ রান তুলেন তিনি।

ষষ্ঠ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ভারতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন পেসার কাগিসো রাবাদা। ৬টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৪০ রান করা রোহিতকে ফিরিয়ে দেন রাবাদা। উদ্বোধনী জুটিতে শুভমান গিলের সাথে ৩৫ বলে ৬২ রান যোগ করেন রোহিত।

দ্বিতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে ২৮ বলে ৩১ রান তুলে বিদায় নেন গিল। স্পিনার কেশব মহারাজের শিকার হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ২৩ রান করেন গিল।

দলীয় ৯৩ রানে গিল ফেরার পর ভারতের রানের চাকা সচল রাখেন কোহলি ও শ্রেয়াস আইয়ার। ২৯তম ওভারে ওয়ানডেতে ৭১তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৬৮ বল খেলা কোহলি। ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে জন্মদিনে হাফ-সেঞ্চুরি করেন কোহলি।

৩১তম ওভারে ওয়ানডেতে ১৭তম হাফ-সেঞ্চুরির দেখা পান ৬৪ বল খেলা আইয়ার। কোহলি-আইয়ারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৪তম ওভারে ভারতের রান ২শ স্পর্শ করে।

৩৭তম ওভারে আইয়ারকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন পেসার লুঙ্গি এনগিডি। ৭টি চার ও ২টি ছক্কায় ৮৭ বলে ৭৭ রান করেন আইয়ার। তৃতীয় উইকেটে কোহলি-আইয়ার ১৫৮ বলে ১৩৪ রান যোগ করেন।

আইয়ার ফেরার পর ক্রিজে এসে ৮ রানে বিদায় নেন লোকেশ রাহুল। তার বিদায়ে নেমেই দ্রুত রান তোলার চেষ্টায় থাকা সূর্যকুমার যাদব ৫টি চারে ১৪ বলে ২২ রান নিয়ে প্যাভিলিয়নে ফিরেন।

রাহুল-সূর্য খুব বেশি সঙ্গ দিতে না পারলেও অন্যপ্রান্তে সেঞ্চুরির দিকে এগিয়ে যান কোহলি। রাবাদার করা ৪৯তম ওভারের তৃতীয় ডেলিভারিটি কভারে ঠেলে দিয়ে ১ রান নিয়ে ২৮৯তম ওয়ানডের ২৭৭ ইনিংসে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির স্বাদ নেন কোহলি। এজন্য ১১৯ বল খেলেন কোহলি।

এই সেঞ্চুরিতে ওয়ানডে ক্রিকেটে টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯টি শতক স্পর্শ করেন কোহলি। ৪৯ সেঞ্চুরি করতে ৪৫২ ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। কোহলির লাগলো ২৭৭ ইনিংস। বিশে^র সপ্তম ব্যাটার হিসেবে জন্মদিনে সেঞ্চুরি করলেন ৩৫ বছর বয়সী কোহলি।

কোহলির সেঞ্চুরির সাথে শেষ দিকে রবীন্দ্র জাদেজার ক্যামিও ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। ১০টি চারে ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন কোহলি। ১৫ বলে ৩টি চার ও ১টি ছক্কায় অনবদ্য ২৯ রান করেন জাদেজা।

দক্ষিণ আফ্রিকার এনগিডি-জানসেন-রাবাদা-মহারাজ ও শামসি ১টি করে উইকেট নেন।বাসস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com