বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
হামাসের বিভিন্ন ধরনের ৪৫০টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। লক্ষ্যবস্তুর মধ্যে হামাস যোদ্ধাসহ তাদের সামরিক বেষ্টনি, পর্যবেক্ষণ ঘাঁটি ও সুড়ঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। তেল আবিবের বিবৃতি অনুসারে এ খবর দিয়েছে আলজাজিরা।
গাজার শেখ হামাদ হাসপাতালের কাছে হামাসের একটি সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি একটি ভিডিও ক্লিপ দেখিয়ে বলেছেন, হামাস একটি হাসপাতালের ভেতর থেকে ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে।
ইসরায়েলের এসব দাবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
সম্প্রতি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একাধিক বিদ্যালয় ও হাসপাতালে হামলা করে বেসামরিক শত শত নাগরিককে হত্যা করেছে আইডিএফ। সংবাদ সম্মেলন থেকে মনে করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন অংশের নিন্দা সত্ত্বেও গাজার স্কুল ও হাসপাতালকে লক্ষ্যবস্তু করার যৌক্তিকতা তুলে ধরেছে ইসরায়েল।
তবে ইসরায়েলের এসব অভিযোগ অস্বীকার করে আসছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠীটির দাবি, তেল আবিব মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চলাচ্ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ৭ অক্টোবর থেকে গত এক মাসে বেসামরিক বাড়িঘর, হাসপাতাল, বিদ্যালয়, শরণার্থী শিবিরে হামলা চালিয়ে প্রায় দশ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যাদের অর্ধেকই শিশু। অন্যদিকে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ এর বেশি।