সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
সাকিবের কাছে এই প্রশ্ন করা হবে অনুমেয়ই ছিল। সঞ্জয় মাঞ্জরেকার করলেনও তাই। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ এর আবেদন করার সময় কী ভাবছিলেন সাকিব সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘এই ম্যাচটা আমাদের কাছে অনেকটা যুদ্ধের মতো ছিল। আমি ভাবিনি এটা ঠিক না বেঠিক। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি সিরিয়াস কি না! আমার কাছে ওই সময় যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি।’
বল হাতে দুই উইকেটের পর আজ ব্যাট হাতেও জ্বলে ওঠেন বাংলাদেশ অধিনায়ক। ৬৫ বলে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে তার ও শান্তর ১৬৯ রানের জুটিতেই জয়ের ভিত পায় বাংলাদেশ। ম্যাচসেরা সাকিব অবশ্য কৃতিত্ব দিয়েছেন ওই জুটিকেই। টস ভাগ্য পাশে পেয়ে শিশির বিবেচনায় সংকোচ ছাড়াই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।