সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

ম্যাচটা যুদ্ধের মতো ছিল, যা উচিত মনে হয়েছে তাই করেছি

সাকিবের কাছে এই প্রশ্ন করা হবে অনুমেয়ই ছিল।  সঞ্জয় মাঞ্জরেকার করলেনও তাই। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ এর আবেদন করার সময় কী ভাবছিলেন সাকিব সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘এই ম্যাচটা আমাদের কাছে অনেকটা যুদ্ধের মতো ছিল। আমি ভাবিনি এটা ঠিক না বেঠিক। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি সিরিয়াস কি না! আমার কাছে ওই সময় যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ ঘটনার অভিষেক হয় বাংলাদেশের ম্যাচে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এই ধরনের আউট করে ইতিহাসের অংশ হন সাকিব আল হাসান। ম্যাথিউসের এই আউট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরব হয়ে উঠেছে। সেই প্রসঙ্গে সাকিব বলেন, ‘বিতর্ক হবেই, আজকের এই সিদ্ধান্ত ম্যাচে আমাদের সাহায্য করেছে সেটি অস্বীকার করার উপায় নেই।’

বল হাতে দুই উইকেটের পর আজ ব্যাট হাতেও জ্বলে ওঠেন বাংলাদেশ অধিনায়ক। ৬৫ বলে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে তার ও শান্তর ১৬৯ রানের জুটিতেই জয়ের ভিত পায় বাংলাদেশ। ম্যাচসেরা সাকিব অবশ্য কৃতিত্ব দিয়েছেন ওই জুটিকেই। টস ভাগ্য পাশে পেয়ে শিশির বিবেচনায় সংকোচ ছাড়াই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com