সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন ঘটনায় দুষ্কৃতিকারীদের হাতে সারাদেশে ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে দেখা যায়, ওই ৩৭ ঘণ্টার মধ্যে প্রতি ঘণ্টায় ১টি করে পরিবহনে এবং প্রতি ৪ ঘণ্টায় ১টি করে বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরে প্রতি ৬ ঘণ্টায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে ১টি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সারাদেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, মাতুয়াইল) ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি অগ্নিকাণ্ড ঘটে। এসব ঘটনায় ৯টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।