শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আজ হারাতে হবে তাদের। ছোট ব্যবধানে হারলে থাকবে সম্ভাবনা, সঙ্গে কামনা করতে হবে নেদারল্যান্ডসের হার।
গুরুত্বপূর্ণ ম্যাচে আঙুলে চোট পাওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। টস করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কয়েন ভাগ্য পাশে পাননি তিনি। টস জিতেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), শেখ মেহেদী, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।