রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

৩৪ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার করে কীর্তনখোলায় অবমুক্ত

অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে আসা ৩৪ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে কীর্তনখোলায় অবমুক্ত করেছে বরিশাল বন বিভাগের কর্মকর্তারা। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিপুর বাজার থেকে এটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপকূলীয় বনাঞ্চল বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান।

তিনি বলেন, কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে কাশিপুর বাজারে নিয়ে আসা হয়। স্থানীয়রা সন্দেহবশত প্রাণীটি জব্দ করে পুলিশে খবর দেয়। এসময় বিক্রেতা পালিয়ে যায়। পরে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে পেরে, বনবিভাগের কর্মকর্তারা কচ্ছপটি হেফাজতে নেন।

হারুন অর রশিদ খান বলেন, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কচ্ছপটি রাত সাড়ে ১১টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকায় অবমুক্ত করা হয়।

কচ্ছপটি কোথায় থেকে কে বা কারা নিয়ে এসেছেন তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com