শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

ইপিজেড শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠন, ১১ সদস্যের নাম ঘোষণা

রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে(ইপিজেড) কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৯ নভেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠনের ঘোষণাসহ ১১ জন বোর্ড সদস্যদের নাম প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এর ২ নং আইন এর ধারা-৬৫ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ইপিজেড বা জোনস্থ শ্রমিকগণের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সদস্য সমন্বয়ে ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হলো।

বোর্ড সদস্যরা হলেন, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের(বেপজা)নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি। বেপজার অতিরিক্ত সচিব, সদস্য(বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোর্শেদা আক্তার, বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনূর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব ফৌজিয়া রহমান।

বোর্ড সদস্যদের মধ্যে আরো আছেন, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং মেসার্স সেকশন সেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররাফ হোসেন, মেসার্স প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, মেসার্স জি এইচ হেইউয়ে কোম্পানি লিমিটেড ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম। শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মুক্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com