বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি বলেন, নমিনেশন সাবমিশন করতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হয়, আবার অনেক সময় সাবমিশন করার পরে তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এইসব অনাচারগুলো অনলাইন সাবমিশনের মধ্যামে কমে আসতে পারে। সামগ্রিক নির্বাচন ব্যবস্থাটা আরও নির্ভরযোগ্য, সহজ ও পরিশুদ্ধ হতে পারে।
এই সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম।
অনলাইন নমিনেশন-সাবমিশনের বিষয়ে সিইসি বলেন, আমরা বেশ কয়টি উপনির্বাচনে অনলাইনের মাধ্যমে নমিনেশন গ্রহণ করেছি। এটি জটিল কিছুই না, এর মাধ্যমে নমিনেশন জমা সহজ হয়ে যাবে। এসব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ভারতে এ পদ্ধতি আছে, আমরা তাদের দেখে উদ্ধুদ্ধ হয়েছি। আমাদেরটা আরও বেশি আধুনিক হবে।