রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁনমারীস্থ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ‘আল্লাহ ভরসা পরিবহন’ নামক একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুদ রানা জানান, লিংক রোডের চাঁনমারি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ল ১৪-১৬৮৬) দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।