বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শুরু

নিজস্ব সক্ষমতায় উদ্ভাবিত নিকাশ- বিইএফটিএন’র মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

এতদিন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করতো কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ভেতনভাতা ও পেনশনসহ যাবতীয় সরকারি পেমেন্ট নিষ্পত্তি করা হয়।

মেজবাউল হক বলেন, এতদিন আমরা একটি বেসরকারি ফার্মের মাধ্যমে বিইএফটিএন কার্যক্রম পরিচালনা করতাম। সরকারি পেমেন্ট বৃদ্ধি পাওয়ায় এখন আমাদের নিজস্ব সিস্টেম ডেভলপ হয়েছে।

এর আগে গত বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ বিভাগ (পিএসডি) এক প্রজ্ঞাপনে জানায়, ১২ নভেম্বর থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) ইএফটি ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেমের পরিবর্তে নিকাশ-বিইএফটিএন সফটওয়্যারের মাধ্যমে করা হবে। স্থানীয় মুদ্রায় লেনদেন তিনটি সেশনে পরিচালিত হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ক্রেডিট এবং ডেবিট লেনদেনগুলো আলাদা আলাদা ফাইলের মাধ্যমে অর্থাৎ একই ফাইল উভয় প্রকার লেনদেন অন্তর্ভুক্ত না করে উপস্থাপন করতে হবে। ডেবিট এবং ক্রেডিট লেনদেনের ক্ষেত্রে ইএফটি সেটেলমেন্ট হওয়ার পরবর্তী দুই সেশনের মধ্যে রিটার্ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com