বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

সময় হলেই জবাব দিবেন বুবলী

সিনেমার বাইরে ব্যক্তিগত জীবনের নানা স্ক্যানডালে অনেকটাই পেরেশান চিত্রনায়িকায় শবনম ইয়াসমিন বুবলী। শাকিবের সঙ্গে সাংসারিক জীবনের ইতি হতে না হতেই একের পর এক ঝামেলা পোহাতে হচ্ছে এই অভিনেত্রীকে। সন্তান, সংসার ধকল সামলে ক্যারিয়ারকে নতুন করে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে সর্বশেষ প্রযোজক মুন্নীর স্ট্যাটাস ও অডিও রেকর্ডকে ঘিরে ব্যক্তিগত টানাপোড়েনকে অনেকটাই উসকে দিয়েছে বুবলীর। তবে এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন শবনম বুবলী। অনেকটাই দৃঢ়তার সঙ্গে বুবলী বলেন, আমাকে নিয়ে যদি কারো এত সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক। তখন আমিও সাংবাদিক সম্মেলন করে আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব এবং আইনানুগ ব্যবস্থা নিব। এত লুকোচুরি কেন করা হচ্ছে, জানতে চেয়ে বুবলী আরও বলেন, একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডির স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে। সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা, অপরপাশে কারা কি কথা বলছে কিংবা কারো দ্বারা ম্যানিউপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কি উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন।

তিনি আরও বলেন, আর এটা কোনো অডিও ফাঁস না, ইচ্ছাকৃতভাবে অডিও ছাড়া হয়েছে। অডিও ফাঁস মানে দুই পক্ষের কথোপকথন থাকে। তাহলে এটা কী? এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো। ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। এসব কিছুর উত্তর প্রমাণসহ দেবেন জানিয়ে বুবলী বলেন, আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি তখন এসব কিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে বার বার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।

প্রসঙ্গত সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নীর একটি স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। সেখানে ওঠে আসে তার স্বামী সঙ্গীতশিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম ইয়াসমিন বুবলীর প্রেমের বিষয়! তবে ভাইরাল হতেই সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হন মুন্নী। জানান দেন যে, তার ফেসবুক হ্যাকড হয়েছে। এবার নতুন করে ছড়িয়ে পড়ল মুন্নীর কল রেকর্ড। কিন্তু শুক্রবার রাতে নতুন করে ছড়িয়ে পড়ল একটি কথোপকথনের অডিও রেকর্ড। এতে মুন্নীর কণ্ঠে শোনা যায়, সেদিন ফেসবুক অ্যাকাউন্ট হয়নি।

পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘ফেসবুক হ্যাকড হয়েছে’ উল্লেখ করে পোস্ট দিতে বাধ্য করা হয়েছিল। কথোপকথনের অংশে মুন্নীর কণ্ঠ দাবি করা ওই অডিওতে তাপস ও বুবলীর সম্পর্কের বিষয়টি একাধিকবার শোনা গেছে। এও বলা হয়েছে, ‘বুবলী একটা ডেঞ্জারাস মেয়ে। সে শাকিবের ক্যারিয়ার ধ্বংস করতে তাপসকে বেছে নিয়েছে’। রাতের প্রারম্ভে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিও রেকর্ডটি ফাঁস হলেও মধ্যরাতে ফেসবুক ও ইউটিউবে তা ছড়িয়ে পড়ে। ফলে চাপাপড়া মুন্নী, তাপস ও বুবলী প্রসঙ্গ নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com