সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন

ক্যান্সার চিকিৎসায় একসঙ্গে কাজ করবে রোশ-রেডিয়েন্ট

বাংলাদেশে ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের জটিল সমস্যাজনিত চিকিৎসায় একসঙ্গে কাজ করবে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি সুইজারল্যান্ডের এফ হফম্যান-লা রোশ এবং বাংলাদেশী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের রোগীদের জন্য ক্যান্সার চিকিৎসায় উন্নতমানের ওষুধ সরবরাহ করবে রোশ। এতে করে দেশ ক্যান্সার চিকিৎসায় বৈশ্বিক মানে উন্নীত হওয়ার পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এ যৌথ বিপণনের সূচনার মাধ্যমে বাংলাদেশ ওষুধ শিল্পে নতুন মাইলফলক অর্জন করল। রোশ আন্তর্জাতিকভাবে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান, যারা ১২৫ বছর ধরে নিজেদের গবেষণা ছাড়া কোনো ওষুধ তৈরি করেনি। বিশেষ করে ক্যান্সার ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগের ওষুধ তৈরি করছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কভিড-১৯ মোকাবেলায় রেডিয়েন্ট সহযোগিতা করেছে। বিশেষ করে জটিল কোনো ওষুধের যাতে সংকটে পড়তে না হয়, সেজন্য সরকারের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করেছি। বর্তমানে অনেক জটিল রোগের জীবন রক্ষাকারী বিশেষ ওষুধ আমরাই সরবরাহ করছি। রোশের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের ওষুধ শিল্পের পাশাপাশি বৃহত্তর অর্থে দেশ ও দেশের নাগরিকরা উপকৃত হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্ক হীব ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি ও সিইও লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবন জামালি (অব.)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com