শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

‘কারার ঐ লৌহ কপাট’ বিতর্কে ক্ষমা চাইলেন সিনেমার নির্মাতারা

রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’ সিনেমা নিয়ে তেমন আলোচনা নেই। তার চেয়ে বেশি গলা চড়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সংগীতায়োজন নিয়ে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক প্রতিবাদ হয়েছে, কেউ কেউ আগ বাড়িয়ে মামলা ও বয়কটের কথাও বলেন। গতকাল সোমবার (১৩ নভেম্বর) সেই বিতর্ক ঘিরে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর।

রয় কাপুর ফিল্মসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরই শিল্পের খাতিরে গানটি তৈরি করেছি।’

‘কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে’ উল্লেখ করে জানানো হয়, নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী ও তার ছেলে কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেয়া হয়েছিল।

এর আগে নজরুল পরিবারের তরফে ভারতীয় সংবাদমাধ্যমকে বলা হয়েছিল, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না এই মর্মেই তারা নির্মাতাদের স্বত্ব দিয়েছিলেন। কিন্তু বিবৃতিতে রায় কাপুর ফিল্মস জানিয়েছে, ‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার ও সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’

সব শেষে বলা হয়েছে, ‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

অবশ্য এ গান নিয়ে সব নিন্দা সইতে হচ্ছে বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানকে। এ বিষয়ে এখনও পর্যন্ত তিনি কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com