সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন চলছে । তবে হরতাল শুরুর আগে শনিবার রাতেই সারা দেশে বেশকয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আর তাই রাজধানী ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের ৪৬০টি টহল দল এবং ২৩৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
রোববার এক খুদে বার্তায় বিজিবির জনসংযোগ দপ্তর এবং র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির খুদে বার্তায় বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুন এবং সারা দেশে ২০৭ প্লাটুনসহ মোট ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
এছাড়া র্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।