সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

নাশকতার মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়ে ২২ নভেম্বর নির্ধারণ করেছে আদালত। সোমবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সময় প্রার্থনার আবেদন গ্রহণ করে পরবর্তী দিন ঘোষণা করা হয়। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। সময়ের আবেদনে বলা হয়, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ। তাই আজ শুনানি পেছানো হোক।

অন্যদিকে ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন ও মাসুদ তালুকদার শুনানিতে বলেন, রাষ্ট্রপক্ষ মৌখিকভাবে শুনানির জন্য আবেদন করেছে। আপনি দয়া করে মঙ্গলবার বা বুধবার শুনানির জন্য দিন ধার্য করেন। আদালতে শুনানির তারিখ দেয়ার জন্য জোর দাবি জানান বিএনপির আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com