সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

৩৩ ঘণ্টায় পুড়েছে ১৮ বাহন

বিএনপির চলমান হরতালে ৩৩ ঘণ্টার মাঝে রাজধানীসহ দেশের ১৬টি স্থানে আগুন লাগার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১৮টি বাহনে আগুন দেয়া হয়। আজ সোমবার (২০ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত ১৬টি স্থানে আগুন দেয় ‘উচ্ছৃঙ্খল জনতা’। এসব ঘটনায় ১৮টি যানবাহন পুড়ে যায়।

এর মধ্যে রাজধানীতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই ও সাতকানিয়ায় চারটি, জামালপুরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে নয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি এবং একটি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস আরো জানায়, গতকাল রোববার রাজধানীর যাত্রাবাড়ীর থানার সামনে একটি বাসে, টঙ্গীতে একটি ট্রাকে, ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে একটি বাসে ও বঙ্গবাজারের কাজী আলাউদ্দিন রোডে সিএনজি অটোরিকশায় আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।

দেশজুড়ে এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট ও ১৪৪ জন কর্মী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com