শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাম্প বোঝাই একটি ট্রাক ও একটি যাত্রীবাহী ভ্যানের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের উত্তর কোটাবাটো প্রদেশের এন্টিপাস পৌরসভার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্যামুয়েল লুমায়ন এএফপিকে জানান, ঘটনাস্থল থেকে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতরভাবে আহত অনেকে হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com