বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

সৌরজগতের বরফ কণায় থাকতে পারে এলিয়েনের চিহ্ন : গবেষণা

সৌরজগতে ছড়িয়ে থাকা বরফ কণায় এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে, এমনই দাবি বিজ্ঞানীদের। গবেষকরা বলছেন, বরফের একটি ক্ষুদ্র কণাতেও এলিয়েনের চিহ্ন থাকতে পারে। সম্প্রতি নতুন এক অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, আগামীদিনের বিভিন্ন টেলিস্কোপ আরও দ্রুত বাইরের জগতের প্রাণীদের চিহ্নিত করতে পারবে। খবর বিডিনিউজের।

গবেষণা অনুসারে, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব খোঁজার মূল জায়গা হতে পারে শনি ও বৃহস্পতি গ্রহ প্রদক্ষিণকারী কয়েকটি উপগ্রহের মহাসাগর। গবেষকদের দাবি, শনি ও বৃহস্পতির ‘এনসেলাডাস’ ও ‘ইউরোপা’ উপগ্রহের বরফের কঠিন আস্তরণের নিচে লুকিয়ে থাকা বিভিন্ন মহাসাগর সৌরজগতের অন্যান্য জীবিত প্রাণীদের বাসস্থান হতে পারে। এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের খুঁজে বের করতে গবেষকদের সেইসব উপগ্রহে থাকা মহাসাগরের পানিতে প্রাণের বিভিন্ন লক্ষণকে বিশ্লেষণ করতে হবে, যা করা বেশ কঠিন। কারণ এগুলো পৃথিবী থেকে অনেক দূরবর্তী গ্রহের বরফের কঠিন আবরণের মধ্যে লুকিয়ে আছে। তবে, এক্ষেত্রে আশার সঞ্চালন ঘটাচ্ছে ওই বরফের কঠিন আবরণ থেকে বেরিয়ে আসা বরফগুলো, যা ‘প্লামস’ নামেও পরিচিত। এটি পরীক্ষা করার জন্য এরইমধ্যে বিজ্ঞানীরা মহাকাশযান পাঠিয়েছেন। আর এ বছর শেষে বিজ্ঞানীরা আরও একটি মহাকাশযান পাঠাবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com