শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলের নতুন স্বপ্ন

গেল বিশ্বকাপের পর থেকেই কেন যেন খুব একটা ছন্দে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এদিকে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপের বাছাইপর্বসহ মোট নয়টি ম্যাচ খেলে সাতটিতেই ব্যর্থ সেলেসাওরা। ম্যাচ হারানোর গল্পগুচ্ছ-২০২৩ কে পেছনে ফেলে ইংল্যান্ডকে হারিয়ে নতুন করে স্বপ্ন বুঁনা শুরু করলো ব্রাজিল।

গতকাল শনিবার (২৩ মার্চ) দিনগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে এন্দ্রিকের একমাত্র গোলে জয় তুলে নেয় সেলেসাওরা। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম পরীক্ষাতেই পাস করলেন ডরিভাল জুনিয়র।

ম্যাচের নবম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে, ২০ গজ দূর থেকে রদ্রিগোর জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। এরপর ১২তম মিনিটে আবারও ব্রাজিলের আক্রমণ। গোলরক্ষককে ফাঁকি দিলেও ভিনিসিয়াসের শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন কাইল ওয়াকার।

ম্যাচের ১৮তম মিনিটে ভালো সুযোগ পায় স্বাগতিক ইংল্যান্ড, কিন্তু বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ওলি ওয়াটকিন্স। এরপর ম্যাচের ৩৭তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় স্বাগতিকরা। তবে ফিল ফোডেনের দুর্বল শট ঠেকাতে একটুও বেগ পেতে হয়নি ব্রাজিলিয়ান গোরক্ষক বেন্তোকে। বাকি সময়ে আর আক্রমণ না হওয়ায় গোলশূন্য ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতে খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি সেলেসাওরা। ম্যাচের ৬৩তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ তৈরি করে ইংলিশরা, তবে পাকেতার প্রচেষ্টায় সে যাত্রায় রক্ষা পায় ব্রাজিল।

ম্যাচের ৮০তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় ব্রাজিল। মাঠে নামার ৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড।

রিয়াল তারকা ভিনিসিয়াসের শট ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি পিকফোর্ড। ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান এন্দ্রিক। তার সেই গোলেই স্বস্তির জয় নিয়ে স্বপ্ন দেখা শুরু ব্রাজিলের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com