বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। জোর গুঞ্জন চললেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্লাব কর্তৃক অফিসিয়াল স্ট্যাটম্যান্টের আগে এমবাপ্পেও স্পষ্ট উত্তর দিতে নারাজ। রিয়াল গমন নিয়ে ফরাসি ফরোয়ার্ড বললেন, ‘সময় হলেই জানতে পারবেন’।
২০২৩-২৪ মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী ফরাসি ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদ গমন নিশ্চিত। বিষয়টির সম্ভাবনা জোরদার হয়েছে লুইস এনরিকের কথায়ও। পিএসজি বসের ভাষ্য, ‘আজ হোক বা কাল হোক, এমবাপ্পেকে ছাড়া খেলার অভ্যাস গড়তেই হবে আমাদের।’ একইসঙ্গে পিএসজির শেষ কয়েক ম্যাচে এমবাপ্পেকে পুরো ম্যাচ খেলানোও হয়নি। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে যে, পিএসজিতে সময় ফুরিয়ে এসেছে কিলিয়ানের। দীর্ঘদিন ধরে চলমান গুঞ্জনে এবার অংশ নিলেন খোদ এমবাপ্পে।