বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
আসছে ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। কদিন ধরেই কানাঘুষো চলছিল এ সিনেমায় দেখা যেতে পারে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও। এবার একটি সূত্র নিশ্চিত করেছে, বিগ বাজেটের এ সিনেমাতেই আসলেই অভিনয় করছেন মাহি। তবে শাকিবের বিপরীতে কোনো চরিত্রে নয়, এই সুপারস্টারের মায়ের ভূমিকায় দেখা যাবে মাহিকে।
যদিও এ বিষয়ে মাহির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি। তবে যেহেতু এই সিনেমার বাকি চরিত্রগুলোকে আড়ালেই রাখা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে মাহি থাকছেন শাকিবের সঙ্গে ‘রাজকুমার’-এ। গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনোমর শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ।